তামিম ইস্যুতে এবার কথা বললেন মিশা সওদাগর
বিনোদন ডেস্ক ঃ
বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দল থেকে বাদ পড়েছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। তবে বিসিবির এই সিদ্ধান্ত মেনে নিতে পারছে না দেশের ক্রিকেটপ্রেমীরা।
সামাজিকমাধ্যমে বিষয়টি নিয়ে ইতিমধ্যেই মত প্রকাশ করছে তারা। এই দলে আছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর। তবে তিনি কারও পক্ষ নেননি। বরং আহ্বান জানিয়েছেন সাকিব আর তামিমকে মিলিয়ে দেওয়ার।
এক ফেসবুক পোস্টে মিশা সওদাগর লিখেছেন, ‘আমাদের এমন কেউ কি নেই যে এই দুইজনকে একত্র করে এক টেবিলে বসিয়ে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেবে? কারণ একটা কথা তো আমরা সবাই জানি যত বাড়বে বিভক্তি ততই কমবে শক্তি। আমাদের সবচেয়ে সম্মান করার বিষয়টা হচ্ছে আমাদের দেশ, আমাদের পতাকা। এখানে তামিম সাকিব আর টিম ম্যানেজমেন্ট বড় না। সবার ওপরে দেশ জন্মভুমি, নেতৃত্ব আর ভালবাসা। স্যাক্রিফাইস থাকলে সব-ই সম্ভব। উদাহারণ আমাদের বিজয় ১৯৭১।’
এর আগে, বিষয়টি নিয়ে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানী। তার কথায়, ‘আপনারা যারা নির্বাচক আপনাদের খেলা আমি দেখেছি, স্টেডিয়ামে বসে বলুন আর টিভির পর্দায় বলুন। ভীষণ পুরুষত্ব ফুটে উঠত, আজকে এমন কি হলো কাপুরুষের মতো ঘোষণা করতে হবে তামিম ইকবাল বাংলাদেশ টিমই নেই। মানলাম একজন সুপারস্টারের কথায় এই সিদ্ধান্ত নিয়েছেন। আপনাদের জায়গায় যদি আমার মতো রাষ্ট্রের প্রজা থাকত; তাহলে বলতাম, আমি পদত্যাগ করলাম। সরি একজন খেলোয়ার তামিম ইকবাল।’
উল্লেখ্য, আগামী ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ানডে বিশ্বকাপ খেলতে গতকাল বুধবার বিকেল ভারতের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে এই দলে নেই তামিম ইকবাল। গত মঙ্গলবার আনুষ্ঠানিক ঘোষণায় তা জানিয়ে দিয়েছে বিসিবি।
কারণ হিসেবে জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘কিছু কিছু ইনজুরি আছে, সেগুলো নিয়ে আপনি ঝুঁকি নিতে পারেন না। তামিম অন্যতম সেরা। কিন্তু চোটের দুশ্চিন্তা থাকলে নিজেকে মেলে ধরা কঠিন। মেডিকেলের সঙ্গে আলোচনা করেছি, নিজেদের মধ্যেও আলোচনা হয়েছে। এগুলো আগেই বলেছি, এখন দল ঘোষণা হয়ে গেছে।’
