মোবাইলে অ্যাপ নামিয়ে লক্ষাধিক টাকা ধরা খেলেন শ্রীলেখা
প্রতারণার শিকার হয়েছেন কলকাতার আলোচিত অভিনেত্রী শ্রীলেখা মিত্র। গত ৩০ আগস্ট ছিল এই অভিনেত্রীর জন্মদিন। এর এক দিন আগেই এ অঘটনের শিকার হন তিনি।
জানা গেছে, একটি অচেনা নম্বর থেকে ফোন আসে শ্রীলেখার মোবাইলে।
বুধবার সকালে এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি জানিয়ে এই তারকা লেখেন, ‘জন্মদিনের দিন মনটা খারাপ ছিল। কারণ তার আগের দিনই আমার বোকামির ফলে বেশ কিছু টাকার কেলেঙ্কারি হলো।
প্রতারণার ঘটনায় নিজের ওপর ক্ষুব্ধ শ্রীলেখা আরো লেখেন, ‘নিজেকে চালাক নয়, ইন্টেলিজেন্ট ভাবতাম। এই ঘটনার পর থেকে তাও ভাবব না।’
শ্রীলেখা বলেন, ‘নিজেকে তো চালাক বলতেই চাই।
সম্প্রতি তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ‘পারিয়া’ ছবির শুটিং শেষ করেছেন শ্রীলেখা। আগামীতে আবারও নিজের পরিচালনার কাজ শুরু করবেন। কথাবার্তা চলছে, ভালো প্রযোজকের অপেক্ষায় রয়েছেন অভিনেত্রী।