সৌরভের চোখে ভারতের বিশ্বকাপ স্কোয়াডে যে ১৫ জন

খেলাধূলা ডেস্ক :

কয়েকদিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। ৩০ আগস্ট নেপাল ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। যার জন্য এরই মধ্যে ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। এশিয়া কাপ শেষ হতে না হতেই শুরু হবে ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন ওয়ানডে বিশ্বকাপ। ভারতে অনুষ্ঠিত সেই টুর্নামেন্টে ভারতের সম্ভাব্য ১৫ জনের নাম ঘোষণা করেছেন দলটির সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। যেখানে এশিয়া কাপে ডাক পাওয়া ৩ খেলোয়াড়কে রাখেননি তিনি।

এশিয়া কাপে ডাক পাওয়া তিন ক্রিকেটার সাঞ্জু স্যামসন, তিলক ভার্মা ও প্রসিধ কৃষ্ণাকে বিশ্বকাপের জন্য সম্ভাব্য ১৫ জনের দলে রাখেননি সৌরভ। যদিও ইনজুরি থেকে ফিরে আসা লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ার আছেন সৌরভের দলে।

পুরোপুরি ব্যাটার হিসেবে সৌরভ তার দলে রেখেছেন রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল এবং সূর্যকুমার যাদবকে। বিশেষজ্ঞ উইকেটকিপার হিসেবে তার দলে থাকছেন ইশান কিশান। তবে ভারত যদি অতিরিক্ত একজন ব্যাটারকে খেলাতে চায় সেক্ষেত্রে ইশানকে দল থেকে বাদ দিয়ে উইকেটকিপার হিসেবে খেলবেন রাহুল।

অলরাউন্ডার হিসেবে সৌরভের পছন্দ হার্দিক পান্ডিয়া ও দুই বাহাতি স্পিন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে। অপর স্পিনার হিসেবে থাকছেন চায়নাম্যান বোলার কুলদীপ যাদব।

সৌরভের পেস ব্যাটারিতে কোনো চমক নেই। থাকছেন জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুর। এর মধ্যে শার্দুলের ব্যাটিংয়ের হাতও নেহায়েত মন্দ নয়।
স্টান্ড বাই খেলোয়াড় প্রসঙ্গে স্টার স্পোর্টসকে গাঙ্গুলি আরও বলেছেন, ‘কোনো কারণে যদি কোনো ব্যাটার ইনজুরিতে পড়ে তাহলে ঢুকবে তিলক, পেসার ইনজুরিতে পড়লে প্রসিধ আর স্পিনারের বেলায় যুজবেন্দ্র চাহাল।’

সৌরভ গাঙ্গুলির বাছাই করা একাদশ: রোহিত শর্মা, শুভমান গিল, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ড্য, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রীত, জামরাহ, মোহাম্মদ শর্মা। মোহাম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর।

এ বিভাগের অন্যান্য