শাকিবের সিনেমায় আমির খানের ছোট ভাই
বিনোদন ডেস্ক :
কয়েক দিন ধরেই আলোচনা, বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান। মূলত প্যান ইন্ডিয়ান সিনেমা নির্মাণ করছেন অনন্য মামুন। যেখানে থাকছে বলিউড, তামিল, তেলেগুর বেশ কয়েকজন তারকা। সর্বশেষ খবর হলো- এতে যুক্ত হয়েছেন আমির খানের ছোট ভাই ফয়সাল খান। আর নায়িকা হিসেবে থাকছেন জেরিন খান। যার বলিউড অভিষেক হয়েছিল সালমান খানের ‘বীর’ সিনেমার মাধ্যমে।
নির্মাতা অনন্য মামুন বলেন, ‘ছবি রিলেটেড আগামী সপ্তাহে সবকিছু ঘোষণা দেওয়া হবে। কয়েকদিন আগে ফয়সাল খানকে চুক্তিবদ্ধ করিয়েছি। তিনি এতে বলিউড সুপারস্টারের ভূমিকায় অভিনয় করছেন। তিনি মূলত বলিউড তারকা আমির খানের ছোট ভাই।’
মামুন জানান, আগামী সেপ্টেম্বরে মাসে ভারতের বেনারসে এর শুটিং হবে। বর্তমানে এই সিনেমার প্রি-প্রডাকশনে দেশটিতে অবস্থান করছেন তিনি।
জানা গেছে, নতুন এই সিনেমার সম্ভাব্য নাম ‘দরদ’। পুরোপুরি সাইকো-থ্রিলার ধাঁচের গল্প এটি। বাংলা ছাড়াও সিনেমাটি হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালাম ভাষায় মুক্তি দেওয়া হবে।