‘প্রিয়তমা’র নায়িকাকে নিয়ে যা বললেন বুবলী

বিনোদন ডেস্ক :

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল অভিনীত সিনেমা ‘প্রিয়তমা’। যা মুক্তি পেয়েছে গেল ঈদে। আর এরই মধ্যে সিনেমাটি দর্শকদের মনও জয় করে নিয়েছে। তবে এই সিনেমায় ‍শুরুতে অভিনয়ের কথা ছিল চিত্রনায়িকা শবনম বুবলীর। কিন্তু অজানা কারণে তা আর করা হয়নি। এরপর সেই ‘প্রিয়তমা’য় চুক্তিবদ্ধ হন কলকাতার ইধিকা।

ব্যস্ততার কারণে শাকিব-ইধিকার ‘প্রিয়তমা’ দেখা হয়নি বুবলীর। তবে সিনেমার গান ও কিছু দৃশ্যের অংশ বিশেষ দেখেছেন তিনি। আর সেখানে ‘ইতি’ চরিত্রে ইধিকার অভিনয়ের প্রশংসা করেছেন এই নায়িকার।

বুবলী বলেন, ‘ছবিটি আমি এখনো দেখিনি। তবে কিছু দৃশ্যের ফুটেজ ও গানে ইধিকাকে দেখেছি। চরিত্রটিতে ইধিকাকে অনেক মিষ্টি লেগেছে। তার কণ্ঠে কিছু সংলাপ শুনেছি, যেগুলো আমি আগেই পড়েছি ও জানতাম। সংলাপগুলোয় খুব ভালো করেছেন ইধিকা। দেখার পর তাকে তো আমার ওপার বাংলার মেয়ে মনেই হয়নি। শুনলাম, তিনি সিনেমাটি দেখতে ঢাকায় এসেছিলেন। কখন এসে চলে গেছেন, জানি না। আগে জানলে ইধিকাকে নিয়ে হলে একসঙ্গে বসে “প্রিয়তমা” দেখতাম।’

তবে খুব শিগগিরই ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখার ইচ্ছে আছে বুবলীর। জানান, ব্যস্ততার কারণে ঈদের সিনেমাগুলো দেখা হয়নি। ব্যস্ততা কমলেই ‘প্রিয়তমা’ ও ‘সুড়ঙ্গ’ দেখতে যাবেন তিনি।

উল্লেখ্য, পঞ্চম সপ্তাহে এসেও দারুণ সাড়া পাচ্ছে ‘প্রিয়তমা’। এখনো ঢাকা ও ঢাকার বাইরে ৪৭টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। এতে শাকিব-ইধিকা ছাড়াও অভিনয় করেছেন কাজী হায়াৎ, শহীদুজ্জামান সেলিম, লুৎফর রহমান জর্জ, ডন, শহীদ উন নবী, এলিনা শাম্মীসহ অনেকে।

এ বিভাগের অন্যান্য