সিসিকের প্রধান প্রকৌশলীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সিলেটের সময় ডেস্ক :

 

সিলেট নগর ভবনের ছাদ থেকে লোহার পাইপ পড়ে এক সেনা সদস্য নিহতের ঘটনায় সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রধান প্রকৌশলীসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে সেনাবাহিনীর পক্ষ থেকে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানায় মামলা করা হয়।

মামলার আসামিরা হলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী আলী আকবর, ঠিকাদারি প্রতিষ্ঠান জামাল অ্যান্ড কো.-এর সাইড ইঞ্জিনিয়ার আবদুর রাজ্জাক, মালিক মো. জামাল উদ্দিন, ক্রেনচালক মো. সাদেক।
প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক এবং ঠিকাদারকেও আসামি করা হয়েছে।

 

নির্মাণকাজে অবহেলাজনিত অভিযোগ এনে মামলা করা হয়েছে জানিয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস কালের কণ্ঠকে বলেন, ‘মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো দুজনকে আসামি করা হয়েছে।’ এ ঘটনায় গত শনিবারই ১৭ জনকে আটক করা হয় বলে জানান তিনি।

এ বিভাগের অন্যান্য