কুশিয়ারায় নিখোঁজ কিশোরের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: সিলেট জেলার ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া কিশোর তিনদিন পর মো: রাব্বি মিয়ার (১২) লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুর ১টায় উপজেলার গঙ্গাপুর এলাকা সংলগ্ন কুশিয়ারা নদী থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
এর আগে বৃহস্পতিবার সকালে জাল দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় রব্বি। সে উপজেলার পিঠাইটিকর গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, ‘থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। কিশোরের লাশটি পচে গলে যাওয়ায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’