জৈন্তাপুরে নারী শিক্ষার উন্নয়নে প্রবাসীদের অবদান অনস্বীকার্য: গোলজার আহমদ
জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি: সিলেট অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বৃহত্তর জৈন্তিয়া কল্যাণ পরিষদের চেয়ারম্যান তরুণ সমাজসেবক ও শিক্ষানুরাগী, বিশিষ্ঠ সাংবাদিক গোলজার আহমদ হেলাল বলেছেন, জৈন্তাপুর উপজেলার শিক্ষার উন্নয়নে প্রবাসীরা গুরুত্বপুর্ণ ভূমিকা রাখছেন।এক সময় এ অঞ্চলের খুব কম লোক বিদেশে অবস্থান করতেন।
বর্তমানে সমগ্র পৃথিবীতে জৈন্তার নাগরিকরা ছড়িয়ে আছেন।তিনি বলেন,অবহেলিত জৈন্তা আজ সামগ্রিক ভাবে অগ্রসরমান।অনেক উন্নয়ন হয়েছে।এর পেছনে বিদেশী বন্ধুগন অনেক কাজ করছেন।তিনি আরো বলেন ,আর্থ-সামাজিক উন্নয়নে বৈদেশিক সহযোগিতা এবং বিশেষ করে নারী শিক্ষার উন্নয়ন ও বিস্তারে প্রবাসীদের অবদান অনস্বীকার্য।
মাদ্রাসা পরিচালনাকারী সংস্থা জৈন্তা ইসলামিক সোসাইটির চেয়ারম্যান এডভোকেট আব্দুল আহাদ এর সভাপতিত্ব মাদ্রাসা হলরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল খালিক ও মাওলানা আব্দুল মালিক,
সেক্রেটারি মাও.আব্দুর রহমান, মাদ্রাসার রেক্টর মাওলানা আব্দুল কাদির, মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল মাওলানা আব্দুল গাফফার, কমিটির সদস্য সিরাজ উদ্দিনও ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম কিবরিয়া প্রমুখ।