সুরমা নদীতে বৃদ্ধ নিখোঁজ, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার

নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে সুরমা নদীতে শরীফ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিখোঁজ হন। ৬ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই বৃদ্ধ নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়ে যান। নিখোঁজের পর আলমপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় ৬ঘন্টা প্রচেষ্টা করে তার লাশ উদ্ধার করে।

নিহত শরীফ মিয়া উপজেলার পৌর এলাকার ফুলবাড়ি পূর্বপাড়া গ্রামের মৃত তছু মিয়ার পুত্র।

স্থানীয় ও পারিবার সূত্রে জানা যায়, ওই দিন সকাল ১১টায় শরীফ মিয়া গোসল করতে বাড়ি থেকে বের হয়ে সুরমা নদীতে যান। এরপর অনেকক্ষণ তিনি বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। এক পর্যায়ে কয়েকজন প্রতিবেশী জানান যে শরীফ মিয়াকে নদীতে গোসল করতে যেতে দেখেছেন। তাৎক্ষণিক পরিবারে সদস্যরা সুরমা নদীতে খুঁজতে শুরু করেন। এক পর্যায়ে না পেয়ে সিলেট ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। তারা প্রায় ৬ঘন্টা প্রচেষ্টা করে সুরমা নদী থেকে বৃদ্ধ শরীফ মিয়ার লাশ উদ্ধার করেন।

গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান মিজান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিভাগের অন্যান্য