হযরত শাহজালাল রহ: যুবকল্যাণ পরিষদের আয়োজনে লন্ডন প্রবাসীদের পক্ষ থেকে শিক্ষা সামগ্রী প্রদান

নিউজ ডেস্ক: দুটি পাতা একটি কুড়ি সিলেটের ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল ( রহঃ) যুবকল্যাণ পরিষদের আয়োজনে লন্ডন প্রবাসী ওয়াসিম হালিম, আকরাম হালিম, তামিম হালিম, ও নাসিমা হালিমের সহযোগিতায় পাঠানটুলা বাল্য শিক্ষা কেন্দ্রে অসহায় শিশুদের সুষ্ঠুভাবে লেখাপড়া করার জন্য ৪টা ডেক্স এবং ৪টা ব্রেঞ্চ ও শিক্ষকের ১টা চেয়ার ১টা টেবিল প্রদান করা হয়েছে।

সোমবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় সিলেট নগরীর পাঠানটুলা বাল্য শিক্ষা কেন্দ্রে এই শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

শুভেচ্ছা বক্তব্য রাখেন বাল্য শিক্ষা কেন্দ্রে স্কুলের প্রতিষ্টাতা আফছর খান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্সের নবনির্বাচিত পরিচালক ফিজা এন্ড কোম্পানির স্বত্বাধিকারী নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ নাজমা খানম ।

সভাপতিত্ব করেন পাঠানটুলা দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রাজ্জাক খান রাজা। বিশেষ অতিথি হিসাবে ছিলেন সাহ কুতুব জামেয়া মসজিদের মতোল্লী সুলেমান খান। ইন্জিয়ার কাদির আহমেদ। কবির খান।
সাহাদত খান দবির। কামরান খান। স্কুলের শিক্ষক ফেরদৌস আহমদ।

উপস্থিত ছিলেন , সংগঠনের সভাপতি সৈয়দ রাজন, সিনিয়র সহ-সভাপতি সৌরভ সোহেল সহ-সভাপতি কামরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইমাম উদ্দিন কামাল, সমন্বয়ক রুমন হোসাঈন ।

এ বিভাগের অন্যান্য