টিবি গেইট থেকে ফেনসিডিলসহ যুবক আটক
নিউজ ডেস্ক: সিলেট নগরীর টিবি গেইট থেকে ভারতীয় মাদক ফেনসিডিলসহ এক যুবককে আটক করা হয়েছে।
সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১০ টায় তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।
আটককৃত যুবকের নাম মো. সিদ্দিক আলী (৩৫)। সে গোয়াইনঘাট থানার মৃত আলতা মিয়ার পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে নগরীর টিবি গেইটস্থ ”ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে”র সামনের রাস্তা থেকে সিদ্দিকের দেহ তল্লাশি করে জব্দ করা হয় ৩০(ত্রিশ) বোতল ফেনসিডিল। জব্দকৃত ফেনসিডিলের বাজার মূল্য আনুমানিক ৩০,০০০ (ত্রিশ হাজার) টাকা ।
আটক কৃত আসামীর বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করা হয়েছে।