সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় বিভিন্ন অবৈধ পণ্য আটক

নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে বিজিবির পৃথক অভিযানে অবৈধভাবে ভারত থেকে নিয়ে আসা মাদকদ্রব্য, কয়লা, কসমেটিকস আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলার যাদুকাটা নদী হতে ৩ হাজার কেজি ভারতীয় কয়লাসহ ৩টি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৮৯ হাজার টাকা।

একই দিনে নারায়নতলা বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের গুদিগাঁও নামক স্থান থেকে ভারতীয় বিভিন্ন প্রকার সামগ্রী আটক করে, যার আনুমানিক মূল্য ২ লক্ষ ১৩ হাজার ৫৫২ টাকা।

এর আগে মঙ্গলবার অপর অভিযানে ডুলুরা বিওপির টহল দল বিশ্বম্ভরপুর উপজেলার শলুকাবাদ ইউনিয়নের ডুলুরা নামক স্থান থেকে ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে। যার আনুমানিক মূল্য ৩৮ হাজার ৮৫০ টাকা।

একদিনে বনগাঁও বিওপির টহল দল সুনামগঞ্জ সদর উপজেলার রংগারচর ইউনিয়নের রংপুর নামক স্থান থেকে ৫০০ পিস ভারতীয় কুনচি বাঁশ আটক করে। যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা।

বুধবার অপর অভিযানে মাঠগাঁও বিওপির টহল দল দোয়ারাবাজার উপজেলার লক্ষিপুর ইউনিয়নের উত্তর মাঠগাঁও নামক স্থান হতে ৪০ ঘনফুট ভারতীয় পাথরসহ ২টি বারকী নৌকা আটক করে। যার আনুমানিক মূল্য ৮৪ হাজার ৮০০ টাকা।

মঙ্গলবার অপর অভিযানে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) এর বিশেষ টহল দল সুরমা ব্রিজ নামক স্থান থেকে ১টি ব্যাগসহ ৮ হাজার টাকার মূল্যের ২ কেজি ভারতীয় গাঁজা আটক করে।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন (বিজিবি-২৮) ভারপ্রাপ্ত অধিনায়ক মো. আব্দুল খবীর সরকার জানান, আটককৃত ভারতীয় গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় এবং কয়লা, পাথর, কসমেটিক্স সামগ্রী ও বারকী নৌকা শুল্ক, কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিভাগের অন্যান্য