ছাতকে পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ আটক ৪
নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। এছাড়া পৃথক অভিযানে স্বামী-স্ত্রীসহ ৩ পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল সোমবার (১৬ সেপ্টেম্বর) ২৪ ঘন্টায় ছাতক থানার পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ছাতকের লক্ষ্মনসোম গ্রামের মৃত নুর মিয়ার ছেলে শফিকুল ইসলাম ওরফে গেদা মিয়াকে (২৯) আটক করা হয়। তার কাছ থেকে ৫টি ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এছাড়া আটক হওয়া পলাতক আসামিরা হলেন- ছৈলা ইমামপাড়ার মৃত ঐছত আলীর ছেলে ফখরুল হক (৩৭), হাদাচানপুরের আফরোজ আলীর ছেলে খালেদ মিয়া (২০) ও খালেদ মিয়ার স্ত্রী মোছা. সাজনা আক্তার (১৯)।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল বলেন, মাদকের বিরুদ্ধে ছাতক থানার অবস্থান জিরো টলারেন্স। কোনো অবস্থায় মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। ছোট থেকে বড় সকল ধরনের মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনা হবে। এছাড়া কোনো পলাতক আসামিও পুলিশের চোখ এড়িয়ে থাকতে পারবে না। সোমবারের অভিযানে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।