কোম্পানীগঞ্জ সীমান্তে খাসিয়ার গুলিতে বাংলাদেশি নিহত
নিউজ ডেস্ক: ভারতীয় খাসিয়া আদিগোষ্ঠীর গুলিতে জাকির আহমেদ (১৮) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। নিহত জাকির আহমেদ কোম্পানীগঞ্জের সীমান্তবর্তী লামা গ্রামের আবুল কালামের ছেলে। সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের উৎমা সীমান্ত এলাকায় এঘটনা ঘটে।
শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার খাসিয়াদের গুলিতে আহত হন জাকির।
স্থানীয়দের বরাত দিয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের উপ-পরিদর্শক মোস্তাক আহমেদ জানান, শুক্রবার সকালে উৎমা ভারতীয় সীমান্তের কাছে গরু চড়াতে যায় জাকির আহমেদ। এসময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে। গুলিবিদ্ধ অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয় উন্নত চিকিৎসার জন্য। পরে শনিবার দুপুরে তিনি হাসপাতালে মারা যান।