অসহায় মানুষকে সহযোগিতার ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে সরকার: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক: সিলেটকে ভিক্ষুকমুক্ত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, সরকার সবসময় অসহায় মানুষকে সহযোগিতায় করে আসছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি শনিবার সকালে রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে সিলেট জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দুরারোগ্য ব্যাধিতে আক্তান্ত রোগিদের চিকিৎসাথে আর্থিক সহায়তার চেক বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেবুন্নেসা হক, সিলেটের জেলা প্রশাসক কাজী এম. এমদাদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ বিভাগের অন্যান্য