প্রজন্ম প্রত্যাশার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
জুনায়েদুর রহমানঃ কানাইঘাট উপজেলার সমাজসেবী সংগঠন প্রজন্ম প্রত্যাশার সনদ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০১৮ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।
প্রজন্ম প্রত্যাশার সভাপতি ইঞ্জিনিয়ার হারুনুর রশীদের সভাপতিত্বে এবং শাহীন আহমদ ও লিটন চন্দ্র দাশের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন চৌধুরী, প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক।
অনুষ্ঠানে বক্তরা বলেন, প্রজন্ম প্রত্যাশা যেভাবে শিক্ষা বিস্তারে এগিয়ে এসেছে সমাজের প্রতিটি মানুষ এভাবেই সমাজকে আলোকিত করতে ভূমিকা রাখা প্রয়োজন। তারা স্কলারশীপ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রজন্ম প্রত্যাশার সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, সিলেট গ্যাস ফিল্ড লিঃ এর ব্যবস্থাপক হেলাল উদ্দিন, নিধু ভূষন দাশ, ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওঃ আবুল হোসাইন, দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মুবশ্বির আলী (চাচাই), দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নূর মোহাম্মদ, কানাইঘাট প্রধান শিক্ষক সমিতির সভাপতি আব্দুল লতিফ চৌধুরী, কানাইঘাট সহকারী শিক্ষক সমিতির সভাপতি খাজা মো: আজির উদ্দিন, প্রজন্ম প্রত্যাশার স্থায়ী পরিষদ সদস্য প্রবাসী জামিল আহমদ।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রজন্ম প্রত্যাশার সদস্য লিটন চন্দ্র দাশ। এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, দূর্গাপুর হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য আল-নোমান খসরু, প্রজন্ম প্রত্যাশার সদস্য আলাউদ্দিন, প্রবাসী মামুনুর রশীদ, আমিন উদ্দিন, এখলাছুর রহমান, নজরুল ইসলাম, মাহবুব আহমদ, আনোয়ারুল আম্বিয়া, সিতেন চন্দ্র দাস, শামসুজ্জামান, ইমরাউল কয়েস, নাঈম আহমদ, সুবায়েল আহমদ, আল সাফওয়ান শাহরু, ইমরান আহমদ, জুনায়েদুর রহমান, জুম্মন সিরাজী, ইকবাল আহমদ, বাবুল আহমদ প্রমুখ।
উল্লেখ্য প্রজন্ম প্রত্যাশা ২০১৮ সালে ৭ম বারের মতো ৪র্থ ও ৭ম শ্রেনীর শিক্ষার্থীদের নিয়ে প্রজন্ম প্রত্যাশা স্কলারশীপ পরীক্ষার আয়োজন করে। এতে কানাইঘাট এবং জৈন্তাপুর উপজেলার ৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে স্কলারশীপ পায় ৪৯ জন মেধাবী শিক্ষার্থী।