বড়লেখায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় গরু চুরি মামলায় ছয় বছরের সাজাপ্রাপ্ত আসামী হাবিবুর রহমানকে (৩৫) গ্রেফতার করেছে শাহবাজপুর তদন্ত কেন্দ্রের পুলিশ।
বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত নয়টার দিকে উপজেলার শাহবাজপুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুর রহমান উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের চানপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
বড়লেখার শাহবাজপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার রাত ১০টায় বলেন, গরু চুরি ঘটনায় বড়লেখা থানায় দায়ের করা মামলার (জিআর-১৩০/২০১৭) রায়ে আদালত হাবিবুর রহমানসহ দুজনকে ৬ বছরের এবং আরেক জনকে দু’বছরের কারাদ- প্রদান করেন। রায়ের পর থেকে আসামিরা পালিয়ে বেড়াচ্ছে। এরমধ্যে হাবিবুর রহমানকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয়েছে। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। বাকি দুজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।