যুবলীগ নেতা জাকিরকে কারাগারে প্রেরণ

নিউজ ডেস্ক: র‌্যাবের খাঁচায় আটকা পড়লেন সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য জাকিরুল আলম জাকির (৩৬)। তিনি একটি মামলার পরোয়ানা নিয়ে গ্রেফতার এড়াতে ‘পালিয়ে’ বেড়াচ্ছিলেন।

বুধবার বিকেলে উপশহরের গার্ডেন টাওয়ার এলাকা থেকে তাকে আটক করে র‌্যাব। পরে তাকে শাহপরাণ থানায় হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

যুবলীগ নেতা জাকির সিলেট মহানগরের মোগলাবাজার থানার কুচাই মাঝপাড়ার মৃত সাজ্জাদ মিয়ার ছেলে। বর্তমানে উপশহরের স্প্রীং টাওয়ারে বসবাস করছিলেন।

তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-০৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ মনিরুজ্জামান।

এ বিভাগের অন্যান্য