সুনামগঞ্জে দুই ডেঙ্গু রোগী সনাক্ত

নিউজ ডেস্ক: রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করায় মানুষ যখন আতঙ্কিত, তখন সুনামগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত দুইজন রোগী সনাক্ত করা হয়েছে।

চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দু’জন ডেঙ্গু রোগী ঢাকা থেকে আক্রান্ত হয়ে সুনামগঞ্জে এসেছেন। তাদের একজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। আর অন্যজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেটে পাঠানো হয়েছে।

চিকিৎসকরা আরো জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীকে কোনো মশা কামড়ানোর পর সেই মশা যদি অন্য কাউকে কামড়ায়, তবে ওই ব্যক্তির সংক্রমিত হওয়ার সম্ভাবনা থাকে। সংক্রমণ এড়াতে আক্রান্ত রোগীকে মশারির ভেতরে রাখতে হবে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম জানান, সুনামগঞ্জে এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দু’জন রোগী চিকিৎসা সেবা নিতে হাসপতালে এসেছেন। তাঁর দাবি, দুজন রোগীই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন।

তিনি জানান, আক্রান্তদের মধ্যে একজন কলেজ শিক্ষার্থী। তিনি দুইদিন আগে ডেঙ্গু জ্বরের চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন। কিন্তু তার অবস্থার অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার উন্নত চিকিৎসার তাকে জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

তিনি আরো জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত অপর একজন রোগী সুনামগঞ্জ সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বিষ্ণু প্রসাদ চন্দের তত্ত্বাবধানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন।

আক্রান্ত রোগীদের ব্যক্তিগত গোপনীয়তার স্বার্থে তাদের পরিচয় দিতে চাননি ওই আবাসিক চিকিৎসক।

ডা. রফিক বলেন, সুনামগঞ্জের মানুষকে ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কারণ স্থানীয়ভাবে আক্রান্ত কোনো রোগী এখনও সনাক্ত হয়নি। এর বাইরে দেশের অন্যতম বৃহৎ এই জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত আর কোনো রোগী সনাক্ত হননি বলে জানান তিনি।

তাঁর মতে, এই মুহূর্তে ডেঙ্গু জ্বর যেহেতু রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে, কাজেই এ ব্যাপারে জেলার মানুষকে সতর্ক থাকতে হবে। মশার কামড় থেকে বাঁচার প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিভাগের অন্যান্য