লিডিং ইউনিভার্সির ছাত্র আবিরের লাশ উদ্ধার
নিউজ ডেস্ক: সিলেটের লিডিং ইউনিভার্সিটির সিভিল ইঞ্জিয়ারিংয়ের ছাত্র হাসানুর রহমান আবীরের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোম্পানীগঞ্জের শাদাপাথর এলাকায় ধলাই নদীতে হঠাৎ লাশ ভেসে ওঠে। স্থানীরা তা দেখে পুলিশকে খবর দিলে কোম্পানীগঞ্জ থানা পুলিশ আবীরের লাশ উদ্ধার করে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নর্থ) মো: মাহবুবুল আলম জানান, লিডিং ইউনিভার্সিটির ছাত্র হাসানুর রহমান আবীর যে স্থানে নিখোজ হয়েছিলেন এর আশ-পাশ থেকেই লাশ ভেসে ওঠে।
উল্লেখ্য, গত রবিবার বন্ধুদের সাথে সাদাপাথরের সৌন্দর্য উপভোগ করতে গিয়েছিলেন কোম্পানীগঞ্জ।
দুপুর ১টার দিকে আবীর সাঁতার কাটতে ধলাই নদীতে নেমেছিলেন । হঠাৎ শ্রোতের টানে ভেসে যান তিনি। ডুবুরিদের সর্বাত্মক প্রচেষ্টা সত্ত্বেও এতো দিন তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার বাসা নগরীর মজুমদারী এলাকায়।