ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন এরশাদ
নিউজ ডেস্ক: ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। তবে তিনি এখনো শঙ্কামুক্ত নন।
মঙ্গলবার বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের।
তিনি জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতি এরশাদকে আগের চেয়ে কম ঘুমের ওষুধ দিচ্ছেন চিকিৎসকরা। তাকে ডাকলে চোখ মেলে সাড়া দিচ্ছেন। তবে এখনো তিনি কথা বলতে পারছেন না। কৃত্রিমভাবে তার শ্বাস-প্রশ্বাস চলছে।
জিএম কাদের আরও জানিয়েছেন, চিকিৎসকরা এরশাদের ডায়ালাইসিস বন্ধ রেখেছেন। তার কিডনি কতটা কাজ করছে তা পরীক্ষা করতেই ডায়ালাইসিস বন্ধ রাখা হয়েছে। তার ফুসফুসে সংক্রমণ আগের চেয়ে কমলেও বিলোরুবিনের মাত্রা বেড়েছে। তাকে প্রতিদিনই প্লাটিলেট দেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাপার প্রেসিডিয়াম সদস্য আজম খান, এস এম ফয়সাল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু প্রমুখ।
সাবেক সামরিক শাসক এরশাদ রক্তের রোগ মাইলোডিসপ্লাস্টিক সিনড্রোমে ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। তার অস্তিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। গত ২২ জুন তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সিএমএইচে নেওয়া হয়।