রুবি ফাতেমার মৃত্যুতে সিলেট মহিলা আ.লীগের শোক
রুবি ফাতেমার মৃত্যুতে সিলেট মহিলা আ.লীগের শোক
সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম’র মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা, সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমাতুজ জাহুরা রওশন জেবীন রুবা, সহ-সভাপতি বিলকিছ নুর, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন আহমদ, তথ্য ও গবেষনা সম্পাদক সাজেদা পারভীন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি লায়ন খয়রুন্নেছা।
মঙ্গলবার শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মহিলা নেত্রী হিসেবে দলকে সুসংগঠিত করার জন্য রুবি ফাতেমা ইসলাম বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন ও আন্তরিকভাবে কাজ করেছেন। তার মৃত্যুতে আওয়ামী লীগ একজন আদর্শবান, ত্যাগী ও পরীক্ষিত নেত্রীকে হারালো।
নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।