কালের ঝড় :মো.মিজাহারুল ইসলাম
কালের ঝড়
মোঃ মিজাহারুল ইসলাম
চন্দ্র সূর্য ঢেকেছে মেঘে-আঁধারে পৃথিবীর সবটুক
মেরুতে মরুতে মেঘ- আঁধারে পৃথিবীর সব লোক।
উত্তর মেরু দক্ষিণ মেরু ঘুরেছে মেঘ আফ্রিকা
আঁধারের গহীনে আঁধার-আঁধারের নেই সীমা রেখা।
মেঘে মেঘে অতি বেগে ঘনিয়েছে কালো ঝড়
দমকা ঝড়ে চমকে বিজলী থমকে গিয়েছে নগর।
অসহায় মানুষ ছুটেছে বেহুশ ভুলিছে আপন পর
দলিয়ে পলি উড়িয়ে ধুলি ছেড়েছে বাড়ি ঘর।
জলের জাহাজ কলেতে চলেছে ছাড়িয়া ঢেউয়ের সাগর
ফুলেছে জল তলিয়েছে জাহাজ ডুবিছে সওদাগর।
কে আছে নাবিক দেখাবে দিক- সম্মুখে পারাপার
কে দাঁড়াবে রুখে থামাবে ঝড়- কালের অন্ধকার।