যদি গোলাপ চুরি হয়:চন্দ্রশিলা ছন্দা

 

তোমার পায়ের নিচে
গাঢ় সবুজ গালিচা
পরনে সূর্য ছাপা সৌখীন শাড়ি
সেখানে পাল তোলা নৌকা
বাতাস ঝিরিঝিরি,মাঝির ভাটিয়ালী

আমার আত্মজার আকাশে
মেঘের আনাগোনা
যদি লুটে নেয় দশানন দিগন্তের
আলো,পায়ের তলা যদি রঞ্জিত
হয় বাবলা কাঁটায়
বস্ত্রহরণ হয় যদি নতুন কায়দাকানুনে
তবে এই সভ্যতার বিনির্মাণে ভেসে কী
লাভ বলো!
ঝড় জল বন্যায় আমার দুখিনী মা
সেই বেশ ভালো ছিলো।
আমার গোলাপ চুরি গেলে
আমাদের বাগান তছনছ হলে
কে ফোটাবে নতুন ফুল?

এ বিভাগের অন্যান্য