ছাতকে বঙ্গবন্ধু ও হাসিনাকে কটুক্তি করায় ছাত্রলীগ নেতার হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্চিত

ছাতকে বঙ্গবন্ধু ও হাসিনাকে কটুক্তি করায় ছাত্রলীগ নেতার হাতে ব্যাংক কর্মকর্তা লাঞ্চিত
নিউজ ডেস্ক
ছাতকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করার অভিযোগে ছাত্রলীগ নেতার হাতে লাঞ্চিত হয়েছেন এক ব্যাংক কর্মকর্তা। সোমবার সন্ধ্যায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় তাকে লাঞ্চিত করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অগ্রনী ব্যাংক ছাতক শাখার বিদায়ী ম্যানেজার আজিজুর রহমান গাড়ি যোগে ট্রাফিক পয়েন্টে পৌছলে সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ও বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক মাহমুদুল করিম নেওয়াজ তার গাড়ির গতি রোধ করে তাকে শারীরীক লাঞ্চিতভাবে করেন। এ ব্যাপারে ছাত্রলীগ নেতা মাহমুদুল করিম নেওয়াজ জানান, তিনি অর্থ লেনদেনের ব্যাপারে অগ্রনী ব্যাংক ছাতক শাখার ম্যানেজার আজিজুর রহমানের কাছে যান। কথাবার্তার এক প্রসঙ্গে ব্যাংক কর্মকর্তা তার পরিচয় জানতে চাইলে সে তার নাম ও ছাত্রলীগের গর্বিত একজন কর্মী বলে পরিচয় দেন। ছাত্রলীগের কর্মী পরিচয় দেয়ায় এ কর্মকর্তার গাত্রদাহ শুরুহয় বলে তিনি জানান। এক পর্যায়ে এ ব্যাংক কর্মকর্তা ক্ষব্ধ হয়ে ছাত্রলীগ না করার পরামর্শ দিয়ে তাকে বলেন বঙ্গবন্ধুর যে পরিনতি হয়েছে তার চেয়ে আরো ভয়াবহ পরিনতি শেখ হাসিনার জন্য অপেক্ষা করছে। বঙ্গবন্ধু ও শেখ হাসিনার বিরুদ্ধে বিভিন্ন কটুক্তি করে এ কর্মকর্তা বলেন মৃত্যু শেখ হানিার দ্বারে এসে কড়া নাড়ছে। নেওয়াজ আরো জানান, এসব কথা সে নিরবে সহ্য করে ব্যাংক থেকে বেরিয়ে আসে। সন্ধ্যায় সিলেট যাওয়ার পথে শহরের ট্রাফিক পয়েন্টে পেয়ে তাকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি করার জবাব চাইতে তাকে আটক করা হয়েছিল। ছাত্রলীগ নেতা নেওয়াজ এ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে থানায় জিডি করবেন বলেও জানান।

এব্যাপারে ওই সরকারী ব্যাংক কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।

এ বিভাগের অন্যান্য