গোয়াইনঘাটে ভারতীয় ৪৫ বোতল মদ আটক ১
গোয়াইনঘাটে ভারতীয় ৪৫ বোতল মদ আটক ১
স্টাফ রিপোর্ট
সিলেটের গোয়াইনঘাটে ৪৫ বোতল ভারতীয় মদসহ হানিফ মিয়া (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি রাজশাহী জেলার মতিহার থানার ইসবপুর (টাংগাইল ) গ্রামের মৃত আবদুল গফুর মন্ডলের ছেলে। বর্তমানে গোয়াইনঘাট থানার জাফলং এলাকায় পাথর শ্রমিক হিসেবে কাজ করছেন।
গত বুধবার রাত সাড়ে নয়টায় গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকা থেকে তাকে আটক করা হয়।
এমন তথ্য জানিয়েছেন জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর অফিসার ইনচার্জ সাইফুল আলম।
তিনি জানান, হানিফ মিয়া দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পাথর কোয়ারিতে কাজ করার পাশাপাশি কৌশলে মাদক ব্যবসা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক উদ্ধার ও মাদক ব্যবসায়ীকে আটক করতে গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকায় অভিযান চালায় সিলেট জেলা গোয়েন্দা পুলিশের উত্তর শাখা। অভিযানে মাদক ব্যবসায়ী হানিফ মিয়া (৩৫)-কে ভারতীয় অফিসার চয়েজ ৪৫ বোতল মদসহ আটক করা হয়।
মাদক বিক্রেতা হানিফের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই প্রলয় রায় বাদী হয়ে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি সাইফুল।