দক্ষিণ সুরমায় বিপুল চোলাই মদসহ আটক ১
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় অভিযান চালিয়ে ৪০০ লিটার চোলাই মদসহ একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। আটক ব্যক্তির নাম কামাল হোসেন (৪৮)। তিনি সিলেটের মোগলাবাজার থানার বাসিন্দা।
আজ বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে সেখানে অভিযান চালায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চোলাই মদ নিয়ে আসার বিষয়টি জানতে পেরে চাঁদনীঘাটস্থ আল তকদীর রেস্টহাউজের সামনে তল্লাশি চালায় পুলিশ। এ সময় ঢাকা মেট্রো-ক ০৩-৫১৬৯ নম্বরের একটি প্রাইভেট কারের গতিরোধ করে তারা। চালককে গাড়ির কাগজপত্র দেখাতে বললে তিনি কোনো কাগজ দেখাতে পারেননি। এতে সন্দেহের সৃষ্টি হলে গাড়িটি তল্লাশি করে গাড়ির পেছনের সিটে পাঁচটি বড় বস্তায় ভর্তি সাদা প্লাস্টিকের পলিথিনে রাখা আনুমানিক ৪০০ লিটার চোলাই মদ জব্দ করা হয়, যার মূল্য আনুমানিক ১ লক্ষ ২০ হাজার টাকা।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।