সিলেটে নিবন্ধনবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান, জরিমানা

সড়কের শৃঙ্খলা ফেরাতে সিলেট নগরী ও শহরতলী এলাকায় নিবন্ধনবিহীন মোটরযানের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বেলা ৩ টার দিকে নগরীর টিলাগড় ও শহরতলীর মেজরটিলা এলাকায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া ও মো. হেলাল চৌধুরী।

বিআরটিএ এর মোটরযান পরিদর্শক মো. জমির হোসেনকে সাথে নিয়ে পরিচালিত অভিযানে যানবাহনের লাইসেন্স, ফিটনেস সার্টিফিকেট সহ বৈধ কাগজপত্র এবং হেলমেট না থাকার অভিযোগে ১৪ টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়। একই সাথে ৭৭০০ টাকা জরিমানা করা হয়।

এসময় এসআই আনসার মোড়ল, এএসআই মোশাররফসহ সিলেট মহানগর পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

 

এ বিভাগের অন্যান্য