মাকুন্দা পদক পেলেন কবি পুলিন রায়

মাকুন্দা পদক পেয়েছেন লিটলম্যাগ ‘ভাষ্কর’র সম্পাদক কবি পুলিন রায়। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর বারুতখানায় মাসিক মাকুন্দা পত্রিকা আয়োজিত ‘মাকুন্দা পদক’ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত  হয়।

মাসিক মাকুন্দা সম্পাদক ও গীতিকার খালেদ মিয়ার সভাপতিত্বে ও কবি মিজান মোহাম্মদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক কবি খালেদ উদ-দীন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক সাইদুর রহমান সাঈদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গীতিকার শাহ আব্দুল ওদুদ।

অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, মাসিক চন্দ্রবিন্দু সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, বাউল আব্দুল ছাত্তার, কবি আলা উদ্দিন তালুকদার, মাসিক বিশ্বনাথ সম্পাদক শেখ মো. কাওছার আলী, কবি জয় নারায়ন ভট্টাচার্য্য, আমিনুল ইসলাম রুবেল প্রমুখ। উল্লেখ্য, মাসিক মাকুন্দা পত্রিকার পক্ষ থেকে সম্মাননা সরুপ প্রতি বছর একজন কবি সাহিত্যিককে পদক প্রদান করা হয়।

এ বিভাগের অন্যান্য