বেড়াতে এসে সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন সেনা কর্মকর্তার স্ত্রী ছেলে
সিলেটে বেড়াতে এসে নিহত হয়েছেন সেনা কর্মকর্তার স্ত্রী ও এক ছেলে। সড়ক দুর্ঘটনায় তাদের প্রাণহানীর ঘটনা ঘটেছে। এতে আরও ২ জন আহত হয়েছেন। হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ওসি আবদুল জলিল।
মঙ্গলবার বেলা ২টার দিকে বিছানাকান্দি থেকে জাফলং যাওয়ার পথে সালুটিকর-গোয়াইনঘাট সড়কের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমদের স্ত্রী ইলোরা পারভীন (৩৮) ও তার ছেলে সাজিদ মিয়া (৬)। ঢাকা সেনানীবাস থেকে তারা সিলেটে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন, সোজা আহমদের পরিবারের সাথে আসা জনৈক আবদুর রশিদের ছেলে মাহিন ও সজিব।
গোয়াইনঘাট থানার ওসি মো. আবদুল জলিল জানান, গোয়াইনঘাটের সতিগ্রামের মোড়ে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্ট সোজা আহমেদের স্ত্রী ও ছেলে ঘটনাস্থলেই নিহত হন। আহত হন অটোরিকশার আরও দুই যাত্রী। হতাহতদের গোয়াইনঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।