পাকিস্তান পিয়ট থেকে ভোট দিরাম

মবরুর আহমদ সাজু

নির্বাচনের টুকিটাকি 

সিলেটে অনুষ্ঠিত দ্বিতীয় দফা উপজেলা পরিষদ নির্বাচনে সিলেট সদর ও বিশ্বনাথে ছোটখাট ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই শেষ হয়েছে। সিলেটের সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, কানাইঘাট, গোয়াইনঘাট, জৈন্তাাপুর, কোম্পানীগঞ্জ ও জকিগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ভোটারদের উপ¯ি’তি কম ছিল। তবে বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। দু-একটি বি”িছন্ন ঘটনা ছাড়াই সিলেটে শেষ হয়েছে ভোটগ্রহণ কার্যক্রম। গতকাল সকাল ৮ থেকে ৪ টা পর্যন্ত সিলেটে ১২টি উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম হয়।

পাকিস্তান পিয়ট থেকে ভোট দিরাম:

দক্ষিণ সুরমা বদিকোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসছেন ৮০ বছরের এক বৃদ্ধ তাঁর বাড়ি দক্ষিন সুরমার বদিকোনা এলাকায়, তারঁ নাম আব্দুল মছব্বির তিনি এবার ভোট দিতে এসছেন। তাঁর ভোট দেয়া সর্ম্পকে জানতে চাওয়া হলে তিনি বলন আমার ছেলের সাথে ভোট দিতে এসেছি। তিনি বলেন আমেজ নাই শৃংখলা আছে ভোট কাকে দিব সবাই তো ভোটের পর আর আসে না। সিলেট সদর উপজেলা থেকে পাঁচ কয়েক কিলোমিটার দূরে দক্ষিণ খাওয়াজখালু সরকারী প্রাথমিক বিদ্যালয় বিবিদইল স: প্রা: বি: ও লালাবাজার দ্বি পাক্ষিক উ”চ বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ১১টার দিকে পৌঁছে দেখা গেল, সেখানে ভোটারের পাশাপাশি উৎসাহী সাধারণ মানুষের সংখ্যা আরও বেশি। ভোটার ছাড়া অন্যরা সরকারী রাস্তায় দাঁড়িয়ে উপভোগ করছেন ভোট উৎসব। সবার কাছে এটি যেন খুশির ঈদ। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোঃ আব্দুল বারী জানান, কেন্দ্রটিতে মোট ভোটার ১৯৪৬ জন। চারটি বুথে ভোট নেয়া হ”েছ। দেখা গেল, এখানে আসন্ন চৈত্রের কড়ারোদ উপেক্ষা করে নারী ভোটাররা স্কুল ভবনের বাইরে দাঁড়িয়ে আছেন ভোট দেয়ার জন্য। অপেলা বেগম, মিনারা খাতুন, জোছনা বেগমসহ কয়েক ভোটার জানান, প্রিয় প্রার্থীদের ভোট দিতে এসেছেন। এজন্য রোদে পুড়তে তাদের কষ্ট হ”েছ না। কেন্দ্রটিতে প্রথমেই দেখা হয় স্বতন্ত্র প্রার্থী, (আনারস) ময়নুল ইসলামএর সাথে তখন পর্যন্ত ভোট সুষ্ঠু হ”েছ বলে তিনি দাবি করেন। আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ ও ভোটের পরিবেশে খুশি। সিলেটা সদর ইউনিয়নের আরও দুটি কেন্দ্র কান্দিগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘুরে বেলা সোয়া ২টায় সদরের কান্দিগাও কেন্দ্রে পৌঁছাতেই দেখা মিলে ভাইস চেয়ারম্যান মিল্লাত এর সঙ্গে। কেন্দ্র পরি¯ি’তি ঘুরে এ প্রতিবেদকে তিনি বলেন, নির্বাচনী পরিবেশে তিনি খুশি। এ ধরনের অব¯’া থাকলে তার বিজয় নিশ্চিত। এদিকে বি”িছন্ন কিছু ঘটনা ছাড়া সিলেট সদর ও দক্ষিণ সুরমার উপজেলার ১৬৯টি কেন্দ্র সরেজমিন ঘুরে এবং আরও অন্তত ৪০টি কেন্দ্রে খোঁজখবর নিয়ে সর্বত্রই শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের খবর পাওয়া গেছে।

জাল জবরদস্তি দূরের কথা, কেউ জাল ভোট দিতেও আসেনি।

বিশ্বনাথ উপজেলার একাধিক কেন্দ্রে সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা গেছে, প্রতিটি কেন্দ্রে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যব¯’া নেয়া হয়েছে। আনসার ও ভিডিপির পাশাপাশি ছিল থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটেলিয়ন। ছিল বিজিবি ও র‌্যাবের টহল। পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ছিল ভ্রাম্যমাণ টিম। কঠোর নিরাপত্তার কারণে সাধারণ ভোটাররা ছিল উৎফুল্ল। কোন ধরনের যানবাহন না থাকার কারণে মাইলের পর মাইল গাঁয়ের মেঠো পথ পেরিয়ে ভোটাররা এসেছেন কেন্দ্রে। রোদে পুড়েছেন ঘণ্টার পর ঘণ্টা। প্রায় প্রত্যেকটি কেন্দ্রের বাইরে বসেছে নানা ধরনের দোকানিদের পসরা। ভোটকেন্দ্র ঘিরে যেন মেলার আমেজ। কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট হিসেবে দায়িত্বপালনকারীরা ছিলেন উৎসবের আমেজে। বল্লবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নৌকা প্রতীকের এজেন্ট ঝিলানী জানান এত সুন্দরভাবে ভোট হ”েছ, যা না দেখলে কেউ বিশ্বাস করবে না। তারা এজেন্টরা মিলে বেশ আনন্দে আছেন। একই কেন্দ্রের ভাইস চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট মোঃ নেহালউদ্দিন জানান, জোর জবরদস্তিতো দূরের কথা, কেউ জাল ভোট দিতেও আসেনি।

ভোটের মাঠ খালি থাকলে ও সতর্ক অব¯’ানে ছিল পুলিশ:

সকালে সরেজমিন ঘুরে দেখা যায়, সকাল ১১ টায় দক্ষিন সুরমার তেলিবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া কে তিনি সকাল ১১ টায় পরিদর্শনে া যান । ভোটারদের উপ¯ি’থিত কম দেখে তিনি ও বেশ অখুশি ছিলেন। পরে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন। অপরদিকে লালাবাজর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এসএমপি উপপুলিশ কমশিনার জেদান আল মুসার নেতৃত্বে ভোটের খালি মাঠে এসএমপি পুলিশ ছিল সর্তক অব¯’ানে। একই ¯’ানে লালাবাজার দ্বিপাক্ষিক উ”” বিদ্যালয়ে ভোটারদের চেয়ে পুলিশ ছিল বেশিতৎপর। দক্ষিন সুরমার আরেকটি সেন্টারের নাম বদিকুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সকাল থেকে দেখা যায় এখানে কেউ নাই সবাই ভোটারের অপেক্ষায় সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও এখানে সকাল ১১.৩০ মিনিট পর্যন্ত ১৪৪০ জন ভোটারের মধ্যে ১৪০ জন ভোট দিয়েছেন।

 

দেখা গেল বেশ জটলা:

শহর থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে সদরের লামাকাজী ব্রীজ সংলগ্ন একটি কেন্দ্র প্রবেশের আগেই বাজারে দেখা গেল বেশ জটলা। লোকজন নির্বাচনকে মেলার মতো দেখে আনন্দে মেতেছে। এই এলাকার উত্তর কেন্দ্রে বেলা বারোটা পর্যন্ত নিরুত্তাপভাবে ১৫ শতাংশ ভোট গ্রহণ করা হয়। এই কেন্দ্রের ভোটার সংখ্যা ২ হাজার ২৯ জন। প্রিসাইডিং অফিসার বললেন, সুশৃঙ্খলভাবেই ভোটগ্রহণ হ”েছ। দক্ষিণ পাশেই একই ভবনে শুধু মেয়েদের ভোটগ্রহণ কেন্দ্র করা হয়। এই কেন্দ্রে বেলা সোয়া বারোটা পর্যন্ত প্রায় ৫০ শতাংশ ভোটগ্রহণ করা হয়। ভোটার আছিয়া খাতুন বললেন ভিড় এড়াতে তাড়াতাড়ি ভোট দিয়েছেন। এই কেন্দ্রের নারী ভোটাররা ঘর গেরস্তালির বিঘœ না ঘটাতে সকাল সকাল এসেছেন। টুকের বাজার সরকারী প্রাথমিক স্কুল কেন্দ্রের প্রবেশ পথের দুই ধারে মেলার মতো আয়োজন। ভ্রাম্যমাণ চা দোকানী তো বসেছেই, কিছুটা দূরেই জিলাপি ভাজা হ”েছ উনুনে। এই সুযোগে বাদাম ওয়ালারা ডালা নিয়ে ঘুরছে। এলাকার রফিকুল ইসলাম বললেন ভোট দিয়েই কেউ কেউ নৌকা বইরে আনন্দ করছে। ও উৎসবমুখর পরিবেশে বেলা দেড়টার মধ্যে ৪০ শতাংশেরও বেশি ভোটগ্রহণ হয়।

ভোট প্রদান নিয়ে কথাকাটি :

বি”িছন্ন ঘটনাগুলোর মধ্যে সিলেট সদর উপজেলার আখালিয়ায় দুই ভাইস চেয়ারম্যানের সমর্থকদের মধ্য উত্তেজনা বিরাজ করছিল। আখালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুুরের দিকে দুই ভাইস চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা পরস্পরের বিরুদ্ধে জাল ভোট প্রদান নিয়ে কথাকাটি শুর“ করে। এক পর্যায়ে গোটা কেন্দ্রে উত্তেজনা ছড়িয়ে। পরে পুলিশ সতর্ক অব¯’ায় থাকায় পরি¯ি’তি শান্ত হয়। উল্লেখ্য, এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন পারভেজ আহমদ আহমদ (বই) ও মকবুল হোসেন খান (টিউবওয়েল)। পারভেজ উপজেলা যুবলীগের আহ্বায়ক ও মকবুল উপজেলা শ্রমিক লীগরে সভাপতি। বিকেল ৩টা পর্যন্ত উত্তেজনা অব্যাহত থাকলেও সংঘর্ষের কোন ঘটনা ঘটেনি।

পাঁচ মাসের শিশুকে কোলে নিয়ে এলেন মা :

লালাবাজর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশি বছরের বৃদ্ধ সিরাজ আলী। নাতি হাতে কাঁধে ভর করে ভোট দিলেন। উপজেলার বয়স্ক এই বৃদ্ধা। বললেন, জীবনে বহুবার ভোট দিয়েছি। তবে এইবার ভোট দিতে আইসা খুব সুখ পাইলাম। মনে হইলো সক্কলে ভোট দিতে পারতাছে। আর কোন শঙ্কা-আতঙ্ক নাই। অন্যগো চেহারা দেইখ্যা আমার ভাল লাগছে। তিনি ভোট প্রয়োগ করেন লালাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে। অপরদিকে একই সেন্টারে মায়ের সঙ্গে এসে উপজেলা পর্যায়ে জীবনে প্রথম ভোট দিলেন এমসি কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী আনিকা। তিনি বলেন, এইবারই সবচেয়ে শান্তিপূর্ণ ভোট হ”েছ। সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। চোখের পলকে তিনি ভোট দেন। কেন্দ্রে একই সেন্টারের পাঁচ মাসের এক শিশু সাইফুল ইসলামকে কোলে নিয়ে ভোট দিতে আসেন শাহিদা বেগম তিনি বলেন ভোট একটি নাগরিক অধিকার তাই ভোট দিতে আসলাম। একই কেন্দ্রে তরুণ ভোটারদের উপ¯ি’তি দেখা না গেলে ও বহু প্রবীণ ভোটারের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া নানা বয়সী ভোটারও ছিল লাইনে। পূর্ণিমা পোদ্দার (৪০) বলেন, ভোট দিতে কার ভাল না লাগে। আর পরিবেশ ভাল হইলে তো আরও শান্তি। তবে এইবার ভোট দিতে আইসা শান্তি লাগছে। বিাভন্ন কেন্দ্রে ঘুরে এমন চিত্রই লক্ষ্য করা গেছে। সকাল, দুপুর আর বিকেল সব বেলাই ভোটারের ভিড় ছিল চোখে পড়ার মতো।

১০ বছর পর নির্বাচন, তবু আসেননি ভোটার

পঞ্চম উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপে সোমবার (১৮ মার্চ) সিলেটের ফেঞ্চুগঞ্জে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। তবে দীর্ঘ ১০ বছর পর নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটারদের উপ¯ি’তি ছিল কম। সকালের দিকে ভোট কেন্দ্রগুলোতে ভোটার উপ¯ি’তি থাকলেও দুপুরের পর ভোটার শূন্য হয়ে যায় বেশীর ভাগ কেন্দ্র। বেলা ২ টায় ঘিলাছড় জামেয়া মাদ্রাসায় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রটি ভোটারশূন্য। একই অব¯’া বঙ্গবন্ধু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদে দেউলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, বেলা পোনে বারটায় ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ছিল ভোটার শূন্য। সকালে অন্য সেন্টারে কিছু সংখ্যক ভোটার থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তা কমে আসে। এদিকে নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সর্বো”চ সতর্কব¯’ায় ছিল পুলিশ। নির্বাচনকে ঘিরে উপজেলায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।

জৈন্তাপুরে জাল ভোট:

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের হাউদপাড়া কমিউনিটি মাদরাসা কেন্দ্রে দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছে বলে জানা গেছে। ওই সময় প্রায় আধাঘন্টা ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ থাকে।সোমবার বেলা সোয়া ১২টার দিকে হাউদপাড়া কমিউনিটি মাদরাসা কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী লিয়াকত আলী এবং ঘোড়ার প্রতীকের প্রার্থী কামাল আহমদের সমর্থকদের মধ্যে বাগবিতা দেখা দেয়। এ সময় উত্তেজনা ছড়িয়ে পড়লে ভোটগ্রহণ কার্যক্রম বন্ধ করে দেন প্রিজাইডিং কর্মকর্তা। আধাঘন্টা পরে বিজিবি গিয়ে পরি¯ি’তি শান্ত করলে পুনরায় ভোটগ্রহণ শুর“ হয়। প্রিজাইডিং অফিসার উজ্জ্বল কুমার সূত্রধর জানান, ভোটগ্রহণ প্রায় আধাঘন্টা বন্ধ ছিল। পরে আবার শুর“ হয়।

এ বিভাগের অন্যান্য