উপজেলা নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকাকে বিজয়ী করুন :আশফাক আহমদ
বিভিন্ন ইউনিয়নে পথসভা
সিলেট সদর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) আলহাজ্ব আশফাক আহমদ বলেছেন, ১৮ মার্চ সদর উপজেলা পরিষদ, নির্বাচনে উন্নয়নের স্বার্থে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করুন । তিনি আরো বলে, সদর উপজেলা একটি উন্নয়নের ধারায় চলছে। সে ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার কোন বিকল্প নেই। এ উপজেলায় বিগত ১০ বছরে কয়েক শ কোটি টাকার উন্নয়ন হয়েছে। যা অন্য কোন উপজেলায় হয়েছে বলে আমার মনে হয়না। সরকার আওয়ামী লীগের। উপজেলাতেও আওয়ামী লীগের প্রার্থীকে বিজয়ী করুন।
১৩ মার্চ বুধবার বাদ মাগরিব সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের শিবের বাজারে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত পথসভায় উপরোক্ত কথা গুলো বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হাজী মোশাহিদ আলীর সভাপতিত্বে, ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কান্দিগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মো. নিজাম উদ্দীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আফসর আজিজ, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু , লন্ডন প্রবাসী আব্দুল মালিক আজির, সরকারী কলেজের সাবেক জিএস ফারুক আহমদ, উপজেলা আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম, নান্টু চন্দ্র, খাদিমনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তারা মিয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সভাপতি খুরশিদ আহমদ, জাহান উদ্দীন, আতাউর রহমান মেম্বার, দিলবর আহমদ, নিজাম মেম্বার, আবুল বশর মেম্বার, হামিদুর রহমান, আব্দুল হামিদ, মুবাশ্বির আলী মেম্বার , ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাওলানা শিব্বীর আহমদ, জেদ্দা প্রবাসী ফখরুল ইসলাম মুন্সি, ফারুক আহমদ, সদর উপজেলা যুবলীগ নেতা মো. ইকলাল আহমদ, জয়নাল আবেদীন, বাদশা মিয়া, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক শাহজাহান, মুরব্বি আকতার উদ্দীন, ফজলুল হক বাবুল, আব্দুল জলিল, নুর মিয়া, চুনু মাস্টার, তৈমুছ আলী, আব্দুল জব্বার, সিরাজ উদ্দীন, সমসাদ মিয়া, বদরুল ইসলাম,স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরান আহমদ, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, কয়েছ আহমদ, হেলাল শাহ, ছাত্রলীগ নেতা মনোয়ার হোসেন লিটু, ইসলাম উদ্দীন, মাসুম আহমদ, আল আমিন, মুজাহিদুল ইসলাম, ছাদিক আহমদ, ছালে আহমদ মাহি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মোগলগাঁও ইউনিয়নঃ ১২ মার্চ মঙ্গলবার রাতে মোগলগাঁও ইউনিয়নের ফতেহপুর মাদ্রাসা মাঠে নৌকার সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়।আওয়ামী লীগ নেতা সামছুল হকের সভাপতিত্বে, মহানগর যুবলীগ নেতা আমির আহমদ মুস্তফা ও সাইদুর রহমানের যৌথ পরিচালনায় নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আশফাক আহমদ, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সামছুল ইসলাম টুনু মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মির্জা জামাল পাশা, মহানগর বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সহ সভাপতি নজির আহমদ আজাদ, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মালিক আজির, আছন মিয়া, ইউনিয়ন সাধারণ সম্পাদক আশিক মিয়া মেম্বার, বিশিস্ট মুরব্বী মনু মিয়া, মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম ফটিক, উপজেলা যুবলীগ নেতা ইকলাল আহমদ, ফজলুর রহমান মেম্বার, রফিকুল ইসলাম মামুন মেম্বার। যুবলীগ নেতস আব্দুল লতিফ, আল মামুন শাহীন। আতাউর রহমান সাধু, স্বেচ্চাসেবক লীগ নেতা নুর আহমদ। আবু বক্কর।
রাত ১০ টায় কান্দিগাঁও ইউনিয়নের পশ্চিম দর্শা গ্রামে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেম্বার আশরাফ চৌধুরীর সভাপতিত্বে এক পথসভা অনুষ্ঠিত হয়। এতে স্থানিয়দের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশিস্ট মুরব্বী সাদ খান, সাবেক মেম্বার আজম আলী , আইয়ুব আলী, জেলা যুবলীগ নেতা এস এম সায়েস্তা তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের বন ও পরিবেশ সম্পাদক রুহুল তালুকদার, সদস্য মোস্তফা উল্লাহ, উপজেলা স্বেচ্চাসেবক লীগের আহবায়ক মোঃ শাহজাহান, আওয়ামী লীগ নেতা সাহেদ আহমদ সাজিদ, আশিক আহমদ, মুক্তাদির আলী, ছাত্রলীগ নেতা আলী বাহার, আমিন আহমদ, জাহাঙ্গীর আলম প্রমূখ।