জৈন্তাপুর পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)
জৈন্তাপুর প্রতিনিধি-
সিলেটের পর্যটন নগরী জৈন্তাপুরে এক সংকিপ্ত সফরে এসে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নূরুল হুদা’র জৈন্তাপুর পরিদর্শন করেন। গতকাল ১৩ই মার্চ বুধবার জৈন্তাপুর উপজেলায় প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা ব্যক্তিগত সফরে আসেন। তিনি বাংলাদেশের অন্যতম নীল নদ খ্যাত সারী নদী পরিদর্শন করেন। পরে তিনি জৈন্তাপুর উপজেলা নির্বাচন অফিস এবং জৈন্তাপুর উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা (সিইসি) কে গার্ড অব ওনার ও ফুলেল শুভেচ্ছায় জৈন্তাপুর উপজেলা প্রশাসনের পক্ষ খেকে প্রধান নির্বাচন কমিশনার কে.এম নুরুল হুদা (সিইসি) কে রবন করে নেন।
সারী নদী পরিদর্শন শেষে প্রধান নির্বাচন কমিশনার বলেন প্রকৃতিক নৌসর্গীক সৌন্দয্যের অপরুপ সৌন্দর্য্য বাস্তবে এই উপজেলায় রয়েছে না আসলে বুঝা যেত না। তিনি পর্যটন উন্নয়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রনালয়কে অনুরোধ করবে বলে জানান। পরিদর্শনের সময় সাথে ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম, আঞ্চলিক সিনিয়র কর্মকর্তা ইসরাইল হোসেন, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এ.বি.এম শাইদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আবুল হাসানাত খান, জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম, সহকারি কশিমনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মাইনুল জাকির, প্রধান নির্বাচন কর্মকর্তার ব্যক্তিগত সহকারি মাজহারুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আবুল হাসানাত।