নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিতে সবাইকে কাজ করতে হবে : কামরান
বড়লেখা উপজেলায় রফিকুল ইসলাম সুন্দর ও নৌকা প্রতীকের জনসভা
বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনিবাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক, শান্তির প্রতীক। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে নৌকা প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে হবে। দলমত নির্বিশেষে বড়লেখা উপজেলাবাসী আজ নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই ঐক্যবদ্ধ। তাই সবাই ঐক্যবদ্ধ হয়ে আগামী ১৮ মার্চ বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনাকে বড়লেখা উপজেলার পক্ষ থেকে উপহার দেওয়া হবে।
তিনি ১৩ মার্চ বড়লেখা শাহবাজপুরে বড়লেখা উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুল ইসলাম সুন্দর ও নৌকা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে এক জনসভায় উপরোক্ত কথাগুলো বলেন।
পৃথক পৃথক জনসভায় যৌথভাবে সভাপতিত্ব করেন আব্দুল লতিফ ও ৪নং উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালিক।
মুহাম্মদ মাহফুজুল করিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, মহানগর আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, সিলেট জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, বড়লেখা উপজেলা চেয়ারম্যান প্রার্থী মো. রফিকুর ইসলাম সুন্দর, বড়লেখা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিন, বড়লেখা পৌর মেয়র মো. আবুল ইমাম চৌধুরী কামরান, উপজেলা যুবলীগের সহ সভাপতি আব্দুল করিম, সাবেক অর্থ সম্পাদক মো. শামছুল ইসলাম পুতুল, কাতার শ্রমিকলীগ সভাপতি মো. তাজুল ওয়াহিদ, মহানগর ছাত্রলীগের অন্যতম নেতা আলী হোসেন আলম, সাইফুর রহমান সাইফুর, শেখ রওশন ইজদানি, যুক্তরাজ্য যুবলীগ নেদা কামরুল ইসলাম, কামাল উদ্দিন, আবু উবায়দা রুমেল প্রমুখ।