সিলেটে বিএনপির আরো ১১২ নেতাকর্মী কারাগারে
সিলেটে নির্বাচনী সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরো ১১২ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোমাবার সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতের বিচারক ফারজানা সুমি চৌধুরী দুটি মামলায় (মামলা নং জিআর ৭৭/১৮ এবং জিআর ৭৮/১৮) তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে এ দুটি মামলায় আসামীরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন।
গতকাল রবিবার আরো ৬৩ জনকে কারাগারে পাঠানো হয়।
জামিন নামঞ্জুর হওয়া বিএনপি নেতাকর্মীদের মধ্যে রয়েছেন বালাগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিপন, সদর ইউনিয়নের সভাপতি মকবুল আহমদ, সাধারণ সম্পাদক খলকু মিয়া।
সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল আহাদ খান জামাল জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়েরকৃত একটি সহিংসতার মামলায় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে অর্ন্তবর্তীকালীন জামিনে ছিলেন।
সোমবার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ম আদালতে হাজির হয়ে স্থায়ী জামিন প্রার্থনা করলে আদালত তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।