সিলেটে আনন্দ শোভাযাত্রার মাধ্যমে বরণ করা হলো স্বাধীনতার মাস মার্চকে।
সিলেটে গৌরবের স্বাধীনতার মাস বরণ
আজ অগ্নিঝরা মার্চের প্রথম দিন। বাঙালীর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নানা আত্মত্যাগের মধ্যদিয়ে অর্জিত স্বাধীনতার সূচনা হয় এই মাসে। তাই মার্চের ঐতিহ্য আর গৌরবের স্বাধীনতার তাৎপর্য তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে প্রতি বছরের ন্যায় এবারও সিলেটে অনুষ্ঠিত হয়েছে স্বাধীনতার মাস বরণে শোভাযাত্রা। সিলেট জেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্যদিয়ে অনুষ্ঠিত একটি জাতীয় পতাকা শোভিত শোভাযাত্রা শুক্রবার (১ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সিলেটের চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ শোভাযাত্রায় সিলেটের সকল স্কুল-কলেজ শিক্ষার্থী, সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। সকালে শুরু হওয়া এ শোভাযাত্রায় মেট্রোপলিটন পুলিশের বাদ্যযন্ত্রের তালে তালে বাউল শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন দেশাত্মবোধক গানের মধ্যদিয়ে শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রার সম্মুখ ভাগে ব্যাপক আকারের একটি লাল সবুজের পতাকা শোভিত করা হয়। সিলেটের জেলা প্রশাসক মো. কাজি এমদাদুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত এ শোভাযাত্রায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দীপ কুমার সিংহ, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আসলাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিউ) মো. আব্দুল¬াহ, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার শুভ্রত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা, জেষ্ঠ্য সাংবাদিক আল আজাদ, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত প্রমুখ।