সমীরণ ভূষণ রায়ের মৃত্যুতে প্রজন্ম’র সেতুবন্ধন সিলেট’র শোক প্রকাশ’
জকিগঞ্জের বারগাত্তা ইউপি’র
সাবেক মেম্বার সমীরণ ভূষণ রায়ের পরলোকগমন
জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সাবেক মেম্বার বারগাত্তা গ্রামের বাসিন্দা বাংলাদেশ কাশ্যপ কল্যান পরিষদ জকিগঞ্জ উপজেলার সাবেক উপদেষ্ঠা শ্রী সমীরণ ভুষণ রায় গত ১৯ ফেব্রুয়ারি মঙ্গলবার রাত ৭.৫৬ ঘটিকার সময় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৫ বছর। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে এবং নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন। আগামী ১ মার্চ শুক্রবার বারগাত্তার নিজ বাড়িতে তাঁর শ্রাদ্ধানুষ্ঠান এবং ৩ মার্চ রবিবার বৈষ্ণব সেবা ও মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হবে।
এদিকে, বিশিষ্ট সমাজসেবী, জকিগঞ্জ উপজেলার বারঠাকুরী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য এবং প্রজন্মের সেতুবন্ধন সিলেট-এর সহ সাধারণ সম্পাদক, সিলের সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের শিক্ষক বাবু নিহার রঞ্জন রায়ের পিতা শ্রী সমীরণ ভুষণ রায়ের মৃত্যুতে প্রজন্মের সেতুবন্ধন সিলেট-এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রধান উপদেষ্টা পুলিন রায়, সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস, সাধারণ সম্পাদক ক্ষিতীশ সরকার, সাংগঠনিক সম্পাদক বিমল সরকার ও অর্থ সম্পাদক রাখাল সরকার এক শোকবার্তায় প্রয়াতের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনাও জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।