নৌকা প্রতীক পেয়ে নেতাকর্মী নিয়ে গণসংযোগে নুনু মিয়া

আসন্ন ৫ম উপজেলা নির্বাচনে বিশ্বনাথ উপজেলায় ৪জন চেয়ারম্যান প্রার্থী, ৭ জন ভাইস চেয়ারম্যান প্রার্থী ও ৫জন মহিলা ভাইন চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্রীপ কুমার সিনহা প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন। প্রতীক পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। এদিকে  দেখাগেছে নৌকা প্রতীক পেয়ে গণসংযোগে দল বল নিয়ে মাঠে নেমেছেন,আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া  এছাড়া বিশ্বনাথে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে যারা যে প্রতীক  পেয়েছেন তারা হলেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুনু মিয়া (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপিন সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সুহেল আহমদ চৌধুরী (কাপ পিরিচ), স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্যের কলচেষ্ঠার বিএনপির সভাপতি মিছবাহ উদ্দিন (আনারস), ইসলামী ঐক্যজোটের প্রার্থী রুহুল আমীনকে দলীয় প্রতীক মিনার বরাদ্ধ দেয়া হয়েছে। উল্লেখ্য, তফসীল অনুসারে ১৮মার্চ বিশ্বনাথ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্টিত হবে।

এ বিভাগের অন্যান্য