গোলাপগঞ্জে মিনিবাস-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, গুরুতর আহত ১
গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কে অটোরিকশা ও মিনিবাসের (লাইটেস) মুখোমুখী সংঘর্ষে অটোচালক নিহত ও যাত্রী আহত হয়েছেন।
নিহত অটোচালকের নাম মো. সুমন আহমদ (২৫)। তিনি গোলাপগঞ্জ উপজেলার বাঘা এখলাসনগরের আমির উদ্দিনের পুত্র। ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ দুর্ঘটনায় আহত যাত্রী একই উপজেলার রণকেলী গ্রামের জাবেদ আহমদ (২৬)কে গুরুতর অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতারে ভর্তি করা হয়েছে। তার পিতার নাম ফারুক আহমদ।
সোমবার বিকেল ৪টার দিকে চৌমুহনী সংলগ্ন নূরজাহান পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, জাবেদ আহমদ নম্বরবিহীন একটি অনটেস্ট সিএনজি অটোরিকশা নিয়ে বিয়ানীবাজার যাচ্ছিলেন।পাম্পের সামনে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি হাইয়েস মিনিবাসের (নং সিলেট চ ১১-০ ৪৮৩) সাথে মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটলে ঘটনাস্থলেই সুমন নিহত হন।
গুরুতর অবস্থায় জাবেদকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ দুর্ঘটনার সত্যতা স্বীকার করেছে। লাশও পোস্টমর্টেমের জন্য ওসমানীতে পাঠানো হয়েছে।