‘সাহিত্যবন্ধন’একটি মানবিক ও সাহিত্যনির্ভর সংগঠন : জেসমিন রুমি

সাহিত্যবন্ধন একটি সাহিত্য ও সমাজসেবা মূলক সংগঠন৷ এর পূর্ব নাম ছিল স্বপ্নডানা সাহিত্যপ্রকাশ৷ সঙ্গত কারনে মূল কাঠামো ঠিক রেখে, নাম পরিবর্তন হয়েছে৷ ২৮ এপ্রিল২০১৮, পথ চলা শুরু করে এ পর্যন্ত ৯টি সফল সাহিত্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ ২০১৭ সালে উত্তরবঙ্গ’র ভয়াবহ বন্যার সময় বগুড়া সারিয়াকান্দিতে ১০৬ টি পরিবারের হাতে ত্রাণ পৌছে দিয়েছে স্পটে যেয়ে৷ শীত ২০১৭ তে ১০০শত কম্বল এবং শীত ২০১৮ তে ১৫০শত কম্বল বিতরণ করেছে সফল ভাবে৷ পথ শিশুদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরন করেছে বিভিন্ন সময়, একাধিকবার৷ রমযান মাসে একটি দরিদ্র পরিবারের ইফতার এবং সেহরীর দায়িত্ব পালন করেছে, আলহামদুলিল্লাহ৷ প্রতি বছর মে মাসে “মা দিবস” এ “আজাদ প্রোডাক্টস প্রাঃ লিঃ রত্নগর্ভা মা এওয়ার্ড’ প্রদান করেন৷ গত বছর ২০১৮তে কথা সাহিত্যিক , অধ্যাপক, মুক্তিযোদ্ধা হাজেরা নজরুল কে রত্নগর্ভা মা এওয়ার্ড প্রাপ্তিতে ১০০% অবদান রেখেছে৷ এ বছর একুশে বই মেলা১৯, শে সাহিত্যবন্ধন নির্বাহী কমিটির নবীন প্রবীন কবিদের ১৬ জন কবির ২১ টা নতুন বই প্রকাশ হয়েছে৷ আমি মনে করি বাংলা সাহিত্যে এটা বিরাট একটি অবদান ৷ আগামীতে মানবতা এবং সাহিত্য বিকাশের মাধ্যমে সাহিত্যবন্ধন নিরন্তর কাজ করে যাবে ইনশাআল্লাহ৷ সাথেই থাকুন৷

লেখক:জেসমিন রুমি, প্রতিষ্ঠাতা, সাধারন সম্পাদক

এ বিভাগের অন্যান্য