ভাষার মাসকে বরণ করে নিতে সিলেটে বর্ণমালার মিছিল

রব ও অর্জনের মাস ফেব্রুয়ারিকে বরণ করে নিতে বিগত বছরগুলোর মত এ বছরও অনুষ্ঠিত হল বর্ণমালার মিছিল। সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে শুক্রবার (১ ফেব্রুয়ারি) বর্ণমালার মিছিলের মধ্য দিয়ে বরণ করে নেয়া হয় মহান ভাষার মাস ফেব্রুয়ারিকে।

বর্ণমালার মিছিলের মাধ্যমে ভাষার মাসকে স্বাগত জানাতে শুক্রবার (১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বর্ণমালা শোভিত মিছিলটি বের হয়ে নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলটির উদ্বোধন করেন ভাষা সৈনিক, প্রফেসর এমিরেটরস আব্দুল আজিজ।

মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে নৃত্য ও গানে গানে ভাষার মাসকে স্মরণ করে সাংস্কৃতিক সংগঠনগুলো।

মিছিলে অংশ নেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার অসিত বরণ দাসগুপ্ত, সিলেট মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ভবতোষ রায় বর্মণ, সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের সভাপতি মিশফাক আহমেদ চৌধুরী মিশু, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, সিনিয়র সাংবাদিক আল আজাদ, সিলেট উইমেন্স চেম্বার সভাপতি স্বর্ণলতা রায়সহ সিলেটের সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ

এ বিভাগের অন্যান্য