সিলেট এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন

সিলেট এসেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন । শুক্রবার বিকাল ৪টা ২৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছান।

তিনি সন্ধ্যা ৭টায় তিনি রোটারি ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। পরে নিজ বাসভবনে রাত্রীযাপন করবেন।

পরদিন শনিবার সকাল ৯টায় পররাষ্ট্রমন্ত্রী সিলেট এমসি কলেজে অনুষ্ঠিতব্য আইডিজি বিস্তরণ ও আইডিপি প্রণয়ন সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। সকাল ১১টায় সিলেট সদর উপজেলা কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে যোগদানের পর সন্ধ্যা ৬টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বোর্ড সভায় যোগ দেবেন তিনি।

এ সভা শেষে রাত ৮টা ২০ মিনিটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে বিমানযোগে রওয়ানা হবেন তিনি।

 

এ বিভাগের অন্যান্য