সিলেট ফ্রিডম ক্লাবের এর পক্ষ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী এস.এম.নুনু মিয়া কে ফুলেল শুভেচ্ছা
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে,বিশ্বনাথ উপজেলা পরিষদে নির্বাচনে সমবায় ব্যাংকের কেন্দ্রীয় পরিচালকর এস.এম.নুনু মিয়া চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ায় সিলেট ফ্রিডম ক্লাবের এর পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল নগরীর মদিনা মার্কেটে এস.এম.নুনু মিয়ার বাসভবনে সন্ধ্যায় এক অনারম্বর পরিবেশে সিলেট ফ্রিডম ক্লাবের এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।এসময় উপস্থিত ছিলেন,সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক,নাট্যকার ও অভিনেতা,মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার,সিলেট ফ্রিডম ক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ আহমেদ,যুব সংগঠক মো জাকির হোসেন, মো মাহফুজ, সমাজ সেবক মো মনসুর, সাগর,ইসলাম, সাইদ,শিহাব,মোঃ রিফান, আহমদ সজল,মুজীব চৌধরী,মেহেদী হাসান ফয়েজ,আর জে সিজিল মিয়া অন্যান্য সদস্যরা প্রমুখ।