প্রবাসীরা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছেন: বদরুল ইসলাম শোয়েব
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, প্রবাসীরা সব সময় এলাকার গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি শিক্ষার উন্নয়নেও ব্যাপক কাজ করে যাচ্ছেন। তাই প্রবাসীদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন আজ রোলমডেলে পরিণত হয়েছে। বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও ডিজিটাল বাংলাদেশসহ বিভিন্নক্ষেত্রে বর্তমান সরকারের উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। একইসাথে প্রবাসীদের পাঠানো অর্থ দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে।
তিনি মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে সিলেটের বিয়ানীবাজার উপজেলার হলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসীদের সংবর্ধনা ও শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ তেরাব আলী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইমাদ উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিয়ানীবাজার উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, শিক্ষানুরাগী লুৎফুর রহমান, মুহিব উদ্দিন সেলিম আওয়ামী লীগ নেতা মস্তকিন আলী, সাবেক ছাত্রনেতা সাইফুর রহমান প্রমুখ।
বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে অবদান রাখায় অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল আলিম, আলী রিপন ও রাসেল আহমদকে সংবর্ধনা দেয়া হয়।