দৈনিক শুভপ্রতিদিনের পাঠক সংগঠন শুভসমাবেশের আত্মপ্রকাশ
সময়ের পথে আগামির আহবান এই প্রতিপাদ্য কে সামনে রেখে, সিলেটের একঝাঁক প্রতিশ্রুতিশীল তরুণদের নিয়ে সিলেটের দৈনিক শুভপ্রতিদিনের পাঠক সংগঠন ‘শুভসমাবেশ’ এর আত্মপ্রকাশ ঘটেছে। এ উপলক্ষে গতকাল নগরীর জিন্দাবাজারস্থ অভিজাত রেস্তোরায় এক আলোচনা ও মতবিনিময় সভা আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত এ সভায় সিলেটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইমতিয়াজ কামরান তালুকদারের সঞ্চালনায়, অনুষ্ঠানে অতিথির বক্তব্যে ‘শুভসমাবেশ’র বিভাগীয় সম্পাদক মবরুর আহমদ সাজু পাঠক সংগঠনের দিকনির্দেশনা তুলে ধরে বলেন, সিলেটের জনপ্রিয় দৈনিক শুভপ্রতিদিনের অভিচ্ছেদ অংশ হচ্ছে ‘শুভসমাবেশ’ পাঠক সংগঠন সম্পূর্ণ পত্রিকার সাংবিধানিক অনুযায়ী চলবে,শুভসমাবেশ শুভপ্রতিদিনের এম্বাসেডর হয়ে গরীব দু:খী মেহনতি মানুষের পাশে দাড়াবে বলে উল্লেখ করে তিনি বলেন আজকের তরুণ প্রজন্মই একটি দেশের স্বপ্নদ্রষ্টা। আজকের শিশুরাই আগামীতে বড় হবে এবং সমাজের দায়িত্ব গ্রহণ করবে। তাই জাতি ও জাতীয় স্বার্থে শিশু ও তরুণদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার এবং সমাজকে ভালো কিছু দেয়ার সুযোগ-সুবিধা করে দিতে হবে। সভায় ইমতিয়াজ কামরান তালুকদার কে আহবায়ক ও আফ্রাহিম কে সদস্যসচিব করে ১৫ সদস্য বিশিষ্ট ‘ ‘শুভসমাবেশ’ সিলেট বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- যুগ্ম আহবায়ক নুরুল আমিন ,এম.এ.ওয়াহিদ চৌধুরী, জোবায়ের আহমদ, সুলাইমান আহমদ, শামীম আহমদ, যুগ্নসচিব,মো. আফ্রাহিম,রুবেল আহমদ, আব্দুল বাতিন, রুবেল আহমদ, নাজমুল হোসেন,জাকির আহমদ, অন্যান্য সদস্যরা হলেন, তারিফ মাহমুদ, সিহাব আহমদ ,মনসুর আহমদ