আইনজীবী সমিতির নির্বাচন ১৭ জানুয়ারি, ১২ পদে লড়ছেন ৪৪ প্রার্থী
আগামী ১৭ জানুয়ারি সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০১৯ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রার্থী তালিকা সোমবার চূড়ান্ত করা হয়। এতে ১২টি পদের বিপরীতে লড়ছেন ৪৪ জন প্রার্থী। এরমধ্যে প্রথম সহ-সভাপতি ও লাইব্রেরি সম্পাদক পদে কোনো প্রতিদ্বন্দ্বি না থাকায় নির্বাচন ছাড়াই এই দুই পদে দু’জনকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
সোমবার (৭ জানুয়ারি) জেলা আইনজীবী সমিতির প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট জ্যোর্তিময় পুরকায়স্থের (কাঞ্চন) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৩৮৬ জন। ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির লাইব্রেরী কক্ষে ২য় তলায় ও ৩য় তলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা নিম্নে দেওয়া হলো:
সভাপতি পদের জন্যে আব্দুল মালিক, মো. জামিলুল হক জামিল, মো. মিনহাজ উদ্দিন খান, মোঃ সামছুল হক।
সহ সভাপতি-০১ পদে আতাউর রহমান ও মো. ইলিয়াস প্রার্থীতা প্রত্যাহার করায় মো. মুছলেহ উদ্দিন অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত।
সহ সভাপতি-০২ পদের জন্যে মো. এখলাছুর রহমান, সৈয়দ ফেরদৌস আহমদ।
সাধারণ সম্পাদক পদের জন্যে মো. আব্দুল কুদ্দুছ, গোলাম রাজ্জাক চৌধুরী (জুবের), হোসেন আহমদ।
যুগ্ম-সম্পাদক পদের জন্যে মোহাম্মদ আনোয়ার হোসেন, জাকিয়া জালাল, জোহরা জেসমিন, শংকর লাল দাস, মো. সফিকুল ইসলাম, মো. হুমায়ুন রশীদ (সোয়েব)
সমাজ বিষয়ক সম্পাদক পদের জন্যে, মোঃ তাজ উদ্দিন (মাখন), রাশিদা সাঈদা খানম।
সহ-সমাজ বিষয়ক সম্পাদক পদের জন্যে মো. আলা উদ্দিন, মো. আলী হায়দার ফারুক, মো. হাবিবুর রহমান।
লাইব্রেরী সম্পাদক পদে অন্য কোন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা না করায় এম. আব্দুল করিম আকবরী অনানুষ্ঠানিক ভাবে নির্বাচিত।
প্রধান নির্বাচন কমিশনার পদের জন্যে মো. আলিম উদ্দিন, আলী মোস্তফা মিশকাতুন-নূর।
সহকারী নির্বাচন কমিশনার পদের জন্যে নেপাল চন্দ্র চন্দ, মোহাম্মদ মখলিছুর রহমান, মো. লিয়াকত আলী।
সহ-সম্পাদক পদের জন্যে মো. আব্দুল্লাহ আল হেলাল, মোহাম্মদ মিজানুর রহমান, মো. রবিউল ইসলাম, মো. সাইফুর রহমান খন্দকার (রানা), মোহাম্মদ হুমায়ূন কবীর।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদের জন্যে মো. আখতার হোসেন খান, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মান্নান চৌধুরী, এ এস এম আব্দুল গফুর, মো. ওবায়দুর রহমান, গৌর বিকাশ চৌধুরী, মো. ছয়ফুল হোসেন, মো. জমিরুল ইসলাম চৌধুরী, ড. দিলীপ কুমার দাস চৌধুরী, দীনা ইয়াসমিন, মোহাম্মদ ফজলুর রব, মিছবাহ উদ্দিন চৌধুরী।