ছাত্র যুব ফেডারেশনের সভায় কর্মসূচি গ্রহণ
বিমান বন্দরে যাত্রীর স্বজনদের
অপেক্ষমান ছাউনী নির্মাণের দাবী
এম এ জি ওসমানী বিমানবন্দর এলাকায় বিমান যাত্রীর স্বজনদের অপেক্ষমান ছাউনী নির্মাণের দাবীতে সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আগামী রোববার বিকেল ৩ টায় সিলেট কোর্ট পয়েন্টে মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে সংগঠনের কার্যালয়ে আয়োজিত সভায় এ দাবী আদায়ের লক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। প্রবাসী অধ্যুষিত সিলেটবাসীর এ দাবী পুরণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসার আহবান জানানো হয়। এ দাবী আদায়ের লক্ষ্যে বিগত দিনে বেশ কয়েকটি কর্মসূচিও পালন করা হয়েছে। তাই আসন্ন মানববন্ধন কর্মসূচি সফল করে তুলতে সিলেটের সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দের উপস্থিতি কামনা করেন । সিলেট ছাত্র ও যুব কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এইচ এম আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক এস এম জাহেদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ রহমান, শিক্ষা সম্পাদক হাবিবুর রহমান খোকন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাংবাদিক সুমন ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক মতিউর রহমান, কার্যনির্বাহী সদস্য ফখরুল ইসলাম রাহেল প্রমুখ। বিজ্ঞপ্তি