সুনামগঞ্জে ৫টি সংসদীয় আসনে জয়ের পথে মহাজোট প্রার্থীরা

সুনামগঞ্জের পাঁচটি সংসদীয় আসনে জয়ের পথে মহাজোটের প্রার্থীরা। ইতি মধ্যে সুনামগঞ্জ-৪আসনের ৪০টি কেন্দ্রের ফলাফলে এগিয়ে রয়েছেন মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিছবাহ ৪০হাজার ২শ ৭১ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী ঐক্যফ্রন্ট (বিএনপি) ফজলুল হক আছপিয়া ২৪হাজার ৫শ ৬০ভোট পেয়েছেন। এদিকে সুনামগঞ্জ-৫আসনে মহাজোট প্রার্থী মহিবুর রহমান মানিক এগিয়ে ১৮হাজার ৩শ ৬৬ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী ঐক্যফ্রন্ট(বিএনপি)মিজানুর রহমান চৌধুরী ৩হাজার ৭শ ৭৫ভোট পেয়েছে। এই আসনে এখন পর্যন্ত প্রাপ্ত ১০কেন্দ্রের ফলাফলের ভিত্তিতে নৌকার প্রার্থী এগিয়ে রয়েছেন।
সুনামগঞ্জ-৩আসনে এগিয়ে রয়েছেন মহাজোটের নৌকার প্রার্থী এম এ মান্নান এগিয়ে রয়েছেন। তার থেকে অনেক পিছিয়ে রয়েছেন ঐক্যফ্রন্টে প্রার্থী শাহীনূর পাশা চৌধুরী।
সুনামগঞ্জ-২আসনে এগিয়ে রয়েছেন মহাজোটের নৌকার প্রার্থী জয়া সেনগুপ্তা। তার নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী ঐক্যফ্রন্ট(বিএনপি)নাসির উদ্দিন চৌধুরী অনেক পিছিয়ে আছেন।
সুনামগঞ্জ-১আসনে এগিয়ে রয়েছেন মহাজোটের নৌকার প্রার্থী মোয়াজ্জেম হোসেন রতন। নিকটতম প্রতিদ্ধন্ধী প্রার্থী ঐক্যফ্রন্ট (বিএনপি) নজির হোসেন অনেক পিছিয়ে আছেন।

সুনামগঞ্জের ৫টি আসনে মোট ১৬লাখ ৪৭হাজার ৫৬৬জন ভোটার রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৮লাখ ২৩হাজার ২৬২জন ও মহিলা ভোটার ৮লাখ ২৪হাজার ৩০৪জন। ১১টি উপজেলার ৫টি আসনে মোট কেন্দ্র ৬৬৮টি। ভোট কক্ষ ৩হাজার ২৯১টি স্থাপন করা হবে। দশম জাতীয় সংসদ নির্বাচনে ৫টি আসনে ভোটার ছিলো ১৪লাখ ৩১হাজার ৯১৮জন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার ১৬লাখ ৪৭হাজার ৫৬৬জন। এবছর নুতন ২লাখ ১৫হাজার ৬৪৮জন নতুন ভোটার যোগ হয়েছেন।
সুনামগঞ্জের ৫টি আসনের ১৬লাখ ৪৭হাজার ৫১১জন ভোটার ৬৬৮ভোটার ভোট দিচ্ছেন। হাওরের দুর্গম ৩৫০কেন্দ্র ও ঝূকিপূর্ণ ৪১৬কেন্দ্রেসহ জেলায় ৬৬৮টি ভোট কেন্দ্র রয়েছে। ১২০টি মোবাইল টিম ও ১৩টি স্ট্রাইকিং ফোর্সসহ ১০০০পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত ছিল। তাছাড়া ৫টি আসনে ৩২জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ ১১৪জন র‌্যাব,১৪প্লাটুন বিজিবিসহ সেনা টহল জোরদার করা হয়েছিল।

এ বিভাগের অন্যান্য