সিলেট-১: জয়ের পথে ড. মোমেন
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। রবিবার সকাল ৮টা থেকে একটানা বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এখন চলছে গণনা। এ পর্যন্ত ১৫২ টি কেন্দ্রের ভোট গণনার ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। ফলাফলে নৌকার মাঝি মোমেন ধানের শীষের প্রার্থী মুক্তাদিরের চেয়ে ১লাখ ২৪ হাজার ৭৭২ ভোটে এগিয়ে আছেন।
সিলেট-১ আসনে এখন পর্যন্ত ১৫২ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগের প্রার্থী ড. এ কে আব্দুল মোমেন পেয়েছেন ২ লাখ ১৪ হাজার ৪৭৩ ভোট। তার নিকটতম প্রার্থী খন্দকার মুক্তাদির ধানের শীষ প্রতিকে পেয়েছেন ৮৯ হাজার ৭০১ ভোট। মুক্তাদির এখন পর্যন্ত পিছিয়ে আছেন ১লাখ ২৪ হাজার ৭৭২ ভোটে।
সিলেট-১ আসনে মোট ২১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ করা হয়েছে। ফলাফল বাকী রয়েছে ৬৩টি কেন্দ্রের ফলাফল এখনো ঘোষণার বাকী রয়েছে। তবে, এ পর্যন্ত প্রাপ্ত ভোটের সংখ্যায় ড. একে আব্দুল মোমেনই নির্বাচিত হতে যাচ্ছেন এটা নিশ্চিত।