জ্বর:মো.মিজাহারুল ইসলাম

 

চুপটি করে দেহের ঘরে জ্বর এসেছে হাড় কাঁপুনি,
চলতে গেলেই পড়ছি ঢলে খাচ্ছি শুধু রাম ঝাঁকুনি।

ঝিমধরা এই মাথার মগজ টগবগিয়ে ফুটছে আজি,
তেলের উপর নুন ছিটিয়ে তপ্ত চুলায় হচ্ছে বাজি!

আগুন লাগা তপ্ত কপাল আলতো করে বুলাই হাত,
এপাশ ওপাশ করছি কত ছটফটিয়ে কাটছে রাত।

পেটের ভিতর গ্যাসের খনি গুড়গুড়িয়ে দিচ্ছে ডাক,
প্যানক্রিয়াসে ধর্মঘট খাবার নাকি হইবে না পাক!

জোড়ায় জোড়ায় বিষের ব্যথা দিচ্ছে ছোবল গিটে গিটে,
গণ্ডদেশ আজ লাল হয়েছে রেস উঠেছে চামের পিঠে।

চোখ হয়েছে হলুদ রকম বিড়াল ছানার চোখ,
গাল ফুলেছে বিশ্রী রকম আলুর মতন মুখ।

কোষে কোষে ধর্মঘট আজ রক্ত চাপে তোলপার,
দুর্বলেই কি হয় গিনিপিগ বিধির খেলা বোঝা ভার!

অসহায়ের সহায় বিধি যাচ্ছি জপে তোমার নাম,
শরীরের এই ধর্মঘটে দিচ্ছি আজি চড়া দাম।

 

এ বিভাগের অন্যান্য